স্মার্ট ফোনের জন্য স্কুল ছাত্রের আত্নহত্যা

১৬

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর গলাচিপায় স্মার্ট ফোন না পেয়ে মশিউর রহমান রনি (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যার ঘটনা ঘটেছে । গতকাল ২৩-০৪-২০২১ রোজ শুক্রবার সকালে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে গলাচিপা থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায় , পৌর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন খানের পুত্র মশিউর রহমান রনি গলাচিপা সরকারি টেক্সটাইল ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্র।
মশিউরের বাবা জাকির খান রাঙ্গামাটিতে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করেন। বেশ কিছুদিন ধরেই ঐ যুবক তার দাদা মোতালেব খানের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের আবদার করে আসছিল। দাদা মোতালেব খান আর্থিক সমস্যার কারণে তার আবদার পূরণ করতে না পারলে রাগে ক্ষোভে সে আত্মহত্যা করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরন করেছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.