“সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম”কাজ করছে নবীনদের জন্য

৪০

ডেস্ক রিপোর্ট: সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাজ করে যাচ্ছে সারা দেশের নবীন ইন্জিনিয়ারদের নিয়ে।উক্ত প্রোগ্রামে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।

Civil engineering skill development program গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য সমুহ:

১. বাংলাদেশের সকল নবীন ইঞ্জিনিয়ারদের বাস্তব কাজের দক্ষতা উন্নয়নে কাজ করা।
২. তথ্যপ্রযুক্তির সাহায্যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিভাগের লেসন গুলি আলাদা ভাবে উপস্হাপন করা।
৩. নবীন ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার আয়োজন করা।
৪. নবীন ইঞ্জিনিয়ারদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিকেশন ও প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা।
৫. দেশের বেকার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান প্রাপ্তির জন্য ইঞ্জিনিয়ারিং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে, সার্বিক সহযোগিতা করা।
৬. দক্ষ ইঞ্জিনিয়ারদের উদ্দোক্তা হিসাবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা।
৭. একটি দক্ষ জনগোষ্ঠীই, একটি জাতি, একটি দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করতে পারে, এই প্রত্যয়ে এগিয়ে চলা।

এ বিষয়ে প্রোগ্রামের প্রতিষ্ঠাতা শাহজাহান কবির দৈনিক সাহসী কন্ঠকে জানান , “নবীন ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন এবং কাজের পরিধি বৃদ্ধিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ” প্রতিটা ইন্জিনিয়ারেরই নিজস্ব মেধা ও দক্ষতা রয়েছে। সেই মেধা এবং দক্ষতাকে প্রশিক্ষণ এর মাধ্যমে ফুটিয়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।

নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এমন আয়োজন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা যায়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.