সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

৩৩

মোঃ ফরহাদ আহমেদ,ঢাকা উত্তর প্রতিনিধি,ধামরাই: করোনা ভাইরাস এর কারণে সরকার গত ৫ তারিখ হতে লকডাউন এর সিদ্ধান্ত নেয়।কিন্তুু ব্যবসায়ী দের কোনো ধরনের সুবিধা বা প্রনোধনার কোনো ব্যবস্থা না রাখায় ব্যবসায়ীরা মার্কেট খুলে দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে।

তার ধারাবাহিকতায়,সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, আমরা এমনিতেই ঋণগ্রস্ত, বাধ্য হয়ে সড়কে নেমেছি। স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন, আমরা ঋণ করে দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারি হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।

এ ব্যাপারে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন তা সবার মেনে চলা উচিৎ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.