সর্বাত্মক লকডাউন চলবে আরও সাতদিন।

১০৩

 

মেহেদী হাসান সজীব, ডেস্ক রিপোর্টঃ

করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ এখনও চলমান থাকায় সর্বাত্মক লকডাউনের সময় সীমা আবার বাড়ানো হয়েছে। আজ সোমবার চলমান এই সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ হওয়ার জন্য ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা শেষ হবে ৭ জুলাই। নতুন করে ৭ দিন সময় বাড়ানো হলে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

কঠোর এই লকডাউনে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে। তবে শিল্প-কারখানা খোলা থাকলেও জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, নৌবাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত কয়েক হাজার গ্রেফতার আর কয়েক হাজার গাড়ী কে জরিমানা, মামলার মধ্যে দিয়ে অনেকটা সফল ভাবেই চলছে সর্বাত্মক লকডাউন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.