শ্রমিকদের ত্রান ও রেশনের দাবিতে বরিশালে রিক্সা মিছিল

২১

 

নিলীমা জাহান,
ডেস্ক রিপোর্ট:

আজ ১৭ই এপ্রিল ২০২১সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ ” লগডাউনে সকল শ্রমিকদের ত্রান ও রেশনের দাবিতে রিক্সা মিছিল করে।
বাসদ জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা মনীষা চক্রবর্তী সদস্য সচিব বাসদ, মানিক মিয়া সভাপতি শ্রমিক ফ্রন্ট জেলা,দুলাল মল্লিক সভাপতি রিক্সা ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম কমিটি,শহিদুল ইসলাম সহ ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দ।

নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে মিছিল শুরু করে সদর রোড,নতুন বাজার,নথুল্লাবাদ,চৌমাথা,আমতলা,মেডিকেল কলেজ,লঞ্চঘাট হয়ে ফজলুল হক এভিনিউ এসে সমাবেশ করে সমাপ্তি ঘোষনা করেন।।

রিক্সার সংখ্যা ১০০০এর অধিক।

সমাবেশে বক্তারা বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমরাও লগডাউন চাই, তবে সেটটা সকল অসহায় খেটে খাওয়া মানুষের ঘরে রেশন ও ত্রান পৌছে দেয়ার পর ।তাই অবিলম্বে সকল খেটে মানুষের চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং রেশনের ব্যবস্থা করে লগডাউন জারি করার কথা জানান নেতৃবৃন্দ।
বরিশালের সহ সারাদেশের ইতিহাসে এই প্রথম কোন দাবিতে রিক্সা মিছিল করেছে বাসদের নেতৃত্বে বরিশালের সকল স্তরের শ্রমিক।

তারা সমাপনী বক্তব্যে বলেন এই দাবি না মানা হলে সকল স্তরের মানুষকে যুক্ত করে আরো কঠোর আন্দোলনের ঘোষনা করবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.