শেরপুরে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত, আক্রান্ত হাজার ছাড়াল

৮৮

আবু হুরায়রা, উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী।

শেরপুরে করোনার সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৪৮ ও নকলা উপজেলায় একজন রয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্ত মানুষের সংখ্যা হলো ১ হাজার ২।সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ থেকে জানা যায় শেরপুরে করোনার সংক্রমণ আতঙ্কজনকভাবে বাড়ছে। ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত মানুষের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন ৪ জন।করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর সংক্রমণের কারণে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ১১ থেকে ২৪ জুন পর্যন্ত পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর ১৮ জুন ২০২১ খ্রিঃ পর্যন্ত শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আর ১৯ জনের মৃত্যু হয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.