শুকনো পাতার শব্দ

১৪১

লেখকঃ দুলাল চক্রবর্তী

সিক্ত নীলাম্বরীতে আকাশমণি ফুল আমার সাথেই আছে।
সকাল বিকালের দুঃখ সুখে
অন্তর কথায় ভিজে নিজেই নোনতা হয়।

সেই সিক্ত আকাশ আমাকেও এই তাপদাহে পিপাসা জাগায়।
সিক্ত নীলাম্বরীর প্রতিটি ভাঁজে
আমি আমার কাজের রিক্ত নীল নদীতে ভাসমান থাকি।

এক নারী যেন সিক্ত বসনায়
অঞ্চল দুলিয়ে চঞ্চল হয়ে সুশ্রুত এক নদীর মতন
তরল হয়ে গলে পড়ে।
আমি পিঁপড়ে বনে তাতে সেঁধিয়ে যেতে ইচ্ছে করতেই নীতিমালার ছয় দারোগা এসে বন্দী করে।

আমার অভাব স্বভাব কথা বারান্দার ইজিচেয়ার জানে।
এক নিষেধের নিষিদ্ধতা আগুন হয়ে
আকাশ লাল করে উঠে আসে।
মানে না কেউই এত রঙ, রামধনুক চমক, বলে—-
এই অচীন রঙের হাটের ঢং
সব বয়সের নয়।
কিন্তু মন পবনের উদাস মাঠ তো আমারই রচনা,
এক দিগন্ত বিলাস।
সিক্ততা রিক্ততার মাঝে কি যে প্রশান্ত সাগর,
বারান্দার ঝোড়ো হাওয়ায় উড়ে আসা শুকনো পাতারা
খুব জানে।
কিছু ক্ষণ উড়েই পুড়ে যাবে তা বুঝেও
ঝরে নির্ঝরের ঝটপট ঝঞ্জাট হতে।
আমার কথায় সেই বিরক্ত করার বারুদ কবে যে সিক্ত হবে।
ওই নীলাম্বরীতে মিলিয়ে যাবে।
আমি সেই প্রপাতের নিচে পড়ে থাকা পতিতা
আছি পতন দেখার নেশায় মশগুল।
সিক্ত নীলাম্বরী বেশ বড় এক জীবন থেকে ঝরে পড়া অনেক আগুন কেড়ে নিতে পারে।
প্রতীক্ষার পরিক্ষা দিতে আমিও পারি।
রোজই দেখি গজিয়ে ওঠা আকাশমুখো কলমিলতা।

আলোকচিত্র : রুবি আক্তার

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.