শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ আটক-২

১৩

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনা: বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে (২২ এপ্রিল) উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ একটি হরিণের মাংসসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমঙ্গীর হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)।

বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে দুইজন হরিণের মাংস পাচারকারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।এঘটনায় শরনখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.