লালমনিরহাটের কমলাবাড়ীতে হয়নি তেমন কোনো উন্নয়ন”যায়নি দুর্ভোগ।

৩২

 

লালমনিরহাট প্রতিনিধি-মোঃ আনসার আলী।

দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হয়নি তেমন কোনো উন্নয়ন আজও কমেনি জনগণের দুর্ভোগ।

অথচ”২০০৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম শামসুল ইসলাম সুরুজ চেয়ারম্যান সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর নিজে দেখতে আসে”প্রধানমন্ত্রী যে রাস্তায় পদচারণ করেছেন সে রাস্তাটি আজও কেন হয় না সকলের এই প্রশ্ন সুধী মহলের নিকট?

এছাড়াও আজ পর্যন্ত ভুক্তভোগী এলাকায় চার-পাঁচটি অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ উক্ত এলাকার উন্নয়নের শপথ করেন”ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারা গেছে যে”অনেক রাজনীতিবিদ উন্নয়নের শপথ করলেও দীর্ঘ অনেক বছর যাবত এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নেই।

চন্দনপাট গ্রামের সাগর ঘাট নামক নদীর চিত্র তুলে ধরা হলো।
এই এলাকার দুর্ভোগের কোন শেষ নেই”বর্ষায় পানি নেই পারাপারের ব্যবস্থা,বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে”কোনো যানবাহন চলাচলের উপযোগী থাকে না।
উক্ত গ্রামের সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম আমাদেরকে বলেন তিনি সমাজ প্রতিনিধি এমপি মন্ত্রী মহোদয়ের কাছে উক্ত দুর্ভোগের কথা অনেকবার তুলে ধরার চেষ্টা করেছেন।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের সত্যিকারের চিত্র যদি এই হয় তবে আর উন্নয়ন চাই না।
উক্ত এলাকার সমাজসেবক ও রাজনীতিবিদ প্রভাষক আশরাফুজ্জামান মোর্শেদ আমাদেরকে বলেন”তারাও ওপর মহলে কথা বলেছেন” অনেক চেষ্টা করেও এই দুর্ভোগের সমাধান হয়নি-তাই লালমনিরহাট জেলার উক্ত ভুক্তভোগী এলাকাবাসীর একটাই চাওয়া সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.