লাখো মানুষের স্বপ্ন পূরণের পথে

২৩

আমির হোসেন,হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ার অস্তিত্ব ও ৭ লক্ষ মানুষের ভিটেমাটি রক্ষার স্বপ্নের দৃশ্য এটি। হাতিয়ার ইতিহাসে এটি একটি দূর্দান্ত মাইলফলক। হাতিয়া দ্বীপের অনেক গুলো সমস্যার মধ্যে এটি প্রথম সমস্যা।নদী ভাঙ্গনের ফলে ভিটেমাটি হারিয়েছে লাখো মানুষ।বাকি সাত লক্ষ মানুষ ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্নে ঘুম ভাঙ্গে এই বুঝি বাড়ি ঘর রাক্ষুসে নদীর পেটে চলে গেলো।

সরকারি ভাবে বহুবার স্বপ্ন দেখালেও তা শুধু স্বপ্নই রয়ে গেছে। তাই হাতিয়া দ্বীপের কিছু স্বপ্নবাজ মানুষ শুধু নিজের স্বপ্ন না, লাখো মানুষের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছে। হাতিয়া নদী শাসন ও তীর সংরক্ষণ সেচ্ছাসেবী সংগঠন। তাদের নেতৃত্বে হাতিয়ার মানুষের সহযোগিতায় জি ও ব্যাগ পৌঁছে গেছে হাতিয়ায়।হাতিয়ার প্রতিটি মানুষের মুখে ফুটেছে হাসি।

নিপীড়িত মানুষের স্বপ্ন পূরণের পেছনের কারিগরদের প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে পরম শ্রদ্ধা আর ভালোবাসায়।
জনপদের প্রতিটি নাগরিকের উচিত সময়োপযোগী এই প্রকল্প যারা হাতে নিয়েছে তাদেরকে সময় ,শ্রম , অর্থ এবং সাহস দিয়ে অণুপ্রেরণা যুগিয়ে সর্বাবস্থায় তাদের পাশে থাকা। দ্বীপ হাতিয়ার লাখো মানু‌ষের ভিটেমাটি রক্ষার এই সাহসী উদ্যোগ সফল হোক।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.