লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা

১৭

সঞ্জয় বৈরাগী, ডেস্ক রিপোর্ট: দেশে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হাওয়ায় গত ৪ এপ্রিল থেকে সারাদেশে ৭ দিনের লকডাউনের আরোপ করে সারকার। প্রথম ধাপের লকডাউনের মেয়াদ আরো ২ দিন বাড়ানো হয়েছে। সাধারন লকডাউন আরোপ করেও করোনা আক্রান্ত নিয়ন্ত্রনে আনাযাচ্ছে না তাই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান আগামী ১৪তারিখ থেকে কঠোর লকডাউন এর সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন সরকার।

এ বিষয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে লকডাউন সম্পর্কে বিধিনিষেধ আরোপ করা হয়। লকডাউন এ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে তবে শিল্প কারখানা এবং মালামাল পরিবহন করা যাবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.