রাতে বার্সা-রিয়ালের শিরোপা ও মর্যাদার লড়াই

স্পোর্টস ডেস্কঃ
যাদের দ্বৈরথ অন্য উচ্চতায় নিয়ে গেছে এল ক্লাসিকোকে, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি নেই স্পেনের শীর্ষ দুই ক্লাবে। তারা না থাকলেও টিকে আছে এবং থাকবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মর্যাদার লড়াই। আজ মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল, যা শিরোপার লড়াইও। স্প্যানিশ সুপার কাপের মঞ্চে মুখোমুখি হবে দুই দল। চার দলের টুর্নামেন্টে উভয়ে সেমিফাইনাল জিতেছে টাইব্রেকারে। সেই ম্যাচের পর আজই প্রথম মাঠে নামবে রিয়াল ও বার্সা। সৌদি আরবের রিয়াদে কিং ফাহদ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ রাত ১টায়। টুর্নামেন্টে রিয়াল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১১ সালে চার দলের ফরম্যাটে পরিবর্তন হওয়ার পর কখনোই সুপার কাপ জিততে পারেনি বার্সা, যাদের গত মৌসুম কেটেছে ট্রফি ছাড়া। তাই বলাই যায়, ট্রফি খরা ঘুঁচানোর মিশন নিয়ে আজ নিরপেক্ষ ভেন্যুতে ঝাঁপিয়ে পড়বে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ক্ষুধার্ত রিয়ালও। শিষ্যদের ক্ষুধার্ত মনোভাবের প্রকাশ পেয়েছে কার্লো আনচেলত্তির বক্তব্যে। তিনি বলেছেন, ‘আমরা এমন খেলোয়াড়দের কথা বলছি, যারা ২০১৩ সালে জিততে শুরু করেছিল এবং জিতে চলেছে, কিন্তু কখনো তাদের পেট ভরেনি।’আনলেচলত্তির বিশ্বাস, ফাইনাল এবং এল ক্লাসিকোর চাপ সামলে নিতে পারবে তার দল, ‘ফাইনালে ওঠার জন্য আমরা প্রতিদিন লড়াই করি। দলটি অনুপ্রাণিত এবং স্বস্তিতে আছে, কারণ আমরা এই ধরণেল চাপের মধ্যে খেলতে অভ্যস্ত। আমাদের অনেক আত্মবিশ্বাসও রয়েছে। অপরদিকে, প্রতিপক্ষ রিয়াল বলেই আরও বেশি আত্মবিশ্বাসী বার্সা। কোচ জাভি বলেছেন, ‘আমি সবসময় রিয়ালকে একই চোখে দেখি— তারা কৌশলগতভাবে সুসংগঠিত এবং শক্তিশালী। তাদের খেলোয়াড় আছে যারা পার্থক্য তৈরি করতে পারে এবং সত্যিই শক্তিশালী প্রতিপক্ষ। বার্সা বস যোগ করেন, ‘তারা ঘরোয়া এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। তবে আমরাও অনুপ্রাণিত এবং প্রতিপক্ষ রিয়াল বলেই অনুপ্রেরণা একটু বেশি কাজ করছে। আশা করছি একটি ট্রফি (জয়) সবকিছু বলতে দেবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.