রমজানে সকাল ৯-৩.৩০ পর্যন্ত অফিস খোলা থাকবে

৯২

ডেস্ক রিপোর্ট : ৫ই এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সায়ত্তশাসিত অফিস কর্মসূচি ঘোষণা করা হয়। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সংবাদিকদের এমনটাই জানান।

রমজান মাসে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।সাপ্তাহিক ছুটি থাকবে পূর্বের মতো শুক্রবার ও শনিবার। এমনটাই জানান মন্ত্রী পরিষদ সচিব।

ব্যাংক, বীমা,হাসপাতাল, ডাক,আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে এবং কলকারখানা সহ অনন্য মালিকানাধীন প্রতিষ্ঠান এই সময় সূচির বাহিরে।এগুলো চলবে প্রতিষ্ঠানের নিজস্ব সময়সূচি অনুযায়ী। সুপ্রিম কোর্ট এবং অনন্য কোর্টের সময় নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.