ময়মনসিংহ মেডিকেলে করোনা রোগীর ভর্তির সংখ্যা ৩০০ ছাড়িয়ে, নতুন মৃত্যু ৭ জন।

২৫৭

 

মোঃ জহিরুল ইসলাম,ডেস্ক রিপোর্ট :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে আর বাকী চার জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যারা মারা যান,তারা হলেন,ময়মনসিংহ সদরের তানিয়া আক্তার (৩৬), এবিএম উসমান গণি (৬৫) এবং জামালপুরের সরিষা বাড়ির হেলাল উদ্দিন(৪৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান,শেরপুর সদরের শিউলি আক্তার (১৭), জালাল উদ্দিন (৭০),তিথি আক্তার (২৯) এবং ময়মনসিংহের ভালুকার সিনথিয়া আক্তার (২৮)।করোনা সংক্রান্ত তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত মেডিকেলের আইসিইউতে ২২ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩০০ জন। এরমধ্যে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।উল্লেখ্য গত কাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৫ জন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.