ময়মনসিংহে কোটি টাকার শুল্কবিহীন পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

৪০

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিশেষ আভিযানে আলোচিত চোরাকাবারীদলের ১৮ জনকে আটক করা হয়েছে। র‌্যাবের মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে জেলার গৌরীপুরের বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার বিকালে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাইরে থেকে আনা বিপুল পরিমান থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ী, সাবান, মেহেদী, চকলেট, বেটনোভেট ক্রীম, স্কিনসাইন ক্রীম, জিরা ও পণ্য বহনকারী ৬ টি ট্রাক ও কার্ভাডভ্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সোলাইমান কবির, চিত্তরঞ্জন দে, মোঃ মতিন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আকরাম, মোঃ মিরাজ, মোঃ মমিন, মোঃ ইমরান, মোঃ রাজু মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ রুবেল, সুমন মীর, মোঃ হারেস, মোঃ রাজু ও মোঃ সাব্বির। র‌্যাব জানায় চোরাকারবারীদের কাছ থেকে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা হবে। র‌্যাব আরো জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল।

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.