মোল্লাহাটে ভক্তদের অঞ্জলি ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দূর্গা পূজা সম্পন্ন

৪০

পার্থ রায়, উপজেলা প্রতিনিধি,মোল্লাহাট,বাগেরহাটঃ

বাগেরহাটের মোল্লাহাটে ভক্তদের অঞ্জলি ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দূর্গা পূজা সম্পন হয়েছে।নবমী তিথি আসা মানেই যেন, ‘দুর্গা মায়ের বিদায়য়ের ঘণ্টা বাজতে শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ (৫ অক্টোবর) বিজয় দশমী শেষ দিন। তারপর আবার এক বছরের অপেক্ষা।

নবমী তিথির পূজা শেষ হওয়ার পর থেকেই দুর্গা পুজোর শেষ দিন হিসেবে ধরা হয়। নবমী পূজার পরের দিন অর্থাৎ দশমী তিথিতে মর্ত্যলোকের সকল ভক্তদের কাঁদিয়ে কৈলাসের উদ্দেশে রওনা হবেন দেবী।

এরই মধ্য দিয়ে আজ’ (৫ অক্টোবর) বুধবার বিজয়া দশমীর যথারীতি নিয়ম অনুসরণ করে পূজা করার পর বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হিন্দুরা তাদের দেবীকে বিসর্জন দেন,এইদিন দেখা যায় ধর্মনিষ্ঠ হিন্দুর চোখ অশ্রুসজল হয়ে পড়ে, পুরুষ-নারী ধুপ,দীপ পাখা ইত্যাদির দ্ধারা দেবীকে বিদায় প্রদান করেন।

ভক্তি, শ্রদ্ধা, আরতি, অঞ্জলি ও প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে গত ১অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের প্রথম পূজা। পূজার পঞ্চম দিন আজ (৫অক্টোবর) বুধবার দশমী পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয় শারদীয় দূর্গা পূজা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.