মৃত্যু মিছিল

১০৬

লেখক:মোঃ সাজিদ হাসান।

আজ এই ব্যস্ত নগরীতে
জমা হয় দেহ লাশের সারিতে।
আজ এই ব্যস্ত নগরীতে
জীবন ঝুঁকি নিয়ে যায় খাদ্য খুঁজিতে।

আজ এই ব্যস্ত নগরীতে
নিস্তব্ধ স্বজন হারানোর ব্যাথাতে।
আজ এই ব্যস্ত নগরীতে
অসহায়ের হাহাকার ধ্বনিতে।

আজ এই ব্যস্ত নগরীতে
মৃত্যু মিছিল দেখি চোখের সামনে চলতে।
আজ এই ব্যস্ত নগরীতে
দাঁড়াতে পারে না জানাযার সারিতে।

আজ এই ব্যস্ত নগরীতে
মানবতা কর্মী ব্যস্ত কবর খুঁড়তে।
আজ এই ব্যস্ত নগরীতে
বাবার মৃত্যুতে দ্বিধাবোধ করে না সন্তান পালাতে।

আজ এই ব্যস্ত নগরীতে
বাবার লাশ ঠাঁই পায় না ঘরের মেঝেতে।
আজ এই ব্যস্ত নগরীতে
বাবার লাশ পড়ে থাকে উঠানের কিনারেতে।

আজ এই ব্যস্ত নগরীতে
স্বজনের লাশ দাফন হয় অপরের হাতে।
আজ এই ব্যস্ত নগরীতে
হৃদয় কেঁপে উঠে এমন চিত্র দেখতে।

আজ এই ব্যস্ত নগরীতে
মানুষ রয়েছে অনেক ভুল ভ্রান্তিতে।
আজ এই ব্যস্ত নগরীতে
আমিও রয়েছি অনেক ভুল ত্রুটিতে।

আজ এই ব্যস্ত নগরীতে
সকল ভুল ত্রুটি পরিনত কর ক্ষমাতে।
আজ এই ব্যস্ত নগরীতে
যানি না কখন সামিল হয়ে যাই মৃত্যু সারিতে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.