মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

৪১

সঞ্জয় বৈরাগী, জেলা প্রতিনিধি পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যতদিন শেখ হাসিনা এ দেশের নেতৃত্বে রয়েছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মানহানী ঘটবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

গত কাল বুধবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনায় বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বেতন ভাতা প্রনোদনা কমানো হলেও বাংলাদেশে ঘটেছে তার উল্টোটি। করোনা কালেও মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শ ম রেজাউল করিম বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষন, অগ্নিসংযোগ, লুটতরাজের সাথে জড়িত ছিল, তাদেরকে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া জাতীয় পতাকা গাড়িতে উত্তোলন করার সুযোগ দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা এসব ঘৃর্নিত যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে প্রমান করেছেন এদেশে অন্যায় করে কেউ পার পাবে না।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের বরিশালের বিভাগীয় প্রধান দীপক চন্দ্র রায়, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের নাজিরপুর উপজেলা সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সিরাজুল ইসলাম, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প প্রধান মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.