মির্জাগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ঔষধ সংকট

৩১

জাকারিয়া মাহমুদ প্রিন্স,জেলা প্রতিনিধি,বরিশালঃ প্রচণ্ড গরমে মির্জাগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়ছে গরম এবং এই গরমে শিশু ও বয়স্কদের মাঝে দেখা দিচ্ছে নানা রোগের উপসর্গ ।জ্বর বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিচ্ছে অনেকের মধ্যে। স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ এবং একই সাথে করোনার আতঙ্কে ভুগছে এলাকাবাসী। কারণ উপসর্গগুলোর সাথে করোনার উপসর্গ গুলোর অনেকটা মিল রয়েছে।হাসপাতালে জায়গা না থাকায়,হাসপাতালের বাহিরে এবং অনেকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। তারিসাথে দেখা দিয়েছে খাবার স্যালাইন ও ডায়রিয়ার বিভিন্ন ঔষধ।কিছু স্থানে দু একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। সাধারণত প্রতি বছরই এপ্রিল-মে মাসে অতিরিক্ত গরম থাকায় এসব রোগের প্রকোপ বেড়ে যায়। কিন্তু এ বছর মির্জাগঞ্জ উপজেলার সব কয়টি নদী ও খাল দিয়ে সাম্প্রতিক সময়ে খাল ও পুকুরে লবণাক্ত পানি প্রবেশ করেছে। যা ইতিহাসে বিরল ঘটনা। একদিকে করোনাভাইরাস অন্যদিকে খরা আবহাওয়ার কারণে জনসাধারণের জীবন যাত্রার মান কমে আসছে।লবণাক্ত পানি পান ও ব্যবহার করে উপজেলায় ইতিমধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। উপজেলার সর্বত্রই জনসাধারণের ভিতর ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে বিগত সাত মাসে কোন বৃষ্টি না হওয়ার কারণে সাগরের পানি উপরে চলে আসার কারণে লবণাক্ততা দেখা দিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষকে ডায়রিয়া থেকে বাঁচানোর লক্ষে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছে প্রশাসন ।
করনা মহামারীর জন্য অবলম্বন করতে হবে অতিরিক্ত সর্তকতা। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, সতেজ খাবার খাওয়া, রোদ এড়িয়ে চললে এ রোগের হাত থেকে বাঁচা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.