মানবিক কাউন্সিলরের আলোকিত উদ্দ্যোগ

২৪

এইচ এম রিয়াজ খান,স্টাফ রিপোর্টারঃ করোনার ২য় ঢেউয়ের শুরুতেই মানবতার ফেরিওয়ালা হাফিজ আল মাহমুদ অসহায় মানুষের দুয়ারে হাজির। মানুষ মানুষের জন্য বার বার প্রমান করলেন জনপ্রিয় এই কাউন্সিলর। নতুন করে আবারো মহামারী করোনা বেড়ে যাওয়ায় সরকার লকডাউন দিতে বাধ্য হাওয়ায় মানুষ কর্মহীন হয়ে পড়েন, মানুষ এ অবস্থায় পূর্বের ন্যায় আবারো ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল, লবণ, তেল আলুসহ নিত্য প্রয়োজনীয় খাবার নিয়ে নিজ হাতে পৌঁছে দিচ্ছেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভা ২নং ওয়ার্ড অসহায় গরিব দুঃখীর মানুষের বন্ধু, কাউন্সিলর জনাব হাফিজ আল মাহমুদ।

রাতের অন্ধকারে গভীর রাত পর্যন্ত মানুষের ঘরে ঘরে খাবারের ব্যাগ পৌঁছে দেওয়া শুরু করেন। জানা যায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণমানুষের ভালোবাসায় কাউন্সিলর তিনি ব্যক্তিগতভাবে একজন সৎ আদর্শবান ও মানবপ্রেমী মানুষ। এলাকার ২নং ওয়ার্ডবাসীও মুরুব্বিগণ জানায় হাফিজ আল মাহমুদ কাউন্সিলর এর মত যদি প্রত্যেকটা ওয়ার্ডে এরকম কাউন্সিলর হয়, তবে গরীব অসহায় মানুষ না খেয়ে অনাহারে থাকবে না।

কাউন্সিলর হাফিজ আল মাহমুদকে দেখা যায়, যুবকদের সমস্যা সমাধানের মাঝে, দেখা যায় মসজিদ কমিটির সাথে বিভিন্ন সমস্যা সমাধানের মাঝে অর্থ সহায়তা করেন। করোনা কালীন সময়ে এ উদ্যোগ অসহায় মানুষের মুখে হসি ফুটিয়ে তুলেছে। সাক্ষাৎ কালে কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বলেন আমি জনগণের বরাদ্দ ছাড়াও নিজ অর্থায়নে যতদুর পারি মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.