মাগফেরাত, নাজাত আর অফুরন্ত নেয়ামতের রমজান মাসের শুরু

৪৪

মোঃ সাইফুল ইসলাম

দিগন্তের নীল আকাশে উদিত হয়েছে নতুন চাঁদ।
নতুন চাঁদের মাধ্যমেই যাত্রা শুরু হলো মুসলমানদের ধর্মীয় মাগফেরাত, নাজাত আর অফুরন্ত নেয়ামতের সবচেয়ে বিশুদ্ধতম শ্রেষ্ঠ মাস রমজান মাস।

রমজানের পবিত্র মাসেই নাজিল হয় ঐশী মহাগ্রন্থ আল কুরআন।
ধর্মীয় ভাবধারায় মুসলমানদের নিকট এ মাসের গুরুত্ব অপরিসীম।
পবিত্র ফজিলতপূর্ন এ মাসেই মহান আল্লাহ বান্দার অর্জনকৃত নেকীকে ৭০ গুন হতে ৭০০ গুন পর্যন্ত বাড়িয়ে দেন।

সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ বান্দার তাকওয়ার পরীক্ষা নেন।
মহান আল্লাহ বলেন..রোজা আমারই জন্য। আমিই এর প্রতিদান নিজ হাতে তুলে দেবো।
মহান আল্লাহ আরো বলেন…তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তেমনিভাবে ফরজ করা হয়েছিলো পূর্ববর্তী নবী রাসূল ও উম্মতগনের উপর।

পবিত্র রমজানের তাকওয়ার বৈশিষ্ট্যতা রক্ষার জন্য সকলের উচিত নিজ প্রতিবেশী, আত্মীয় স্বজন ও গরীব মানুষের প্রতি লক্ষ্য রাখা।
ব্যবসায়ী সম্প্রদায়ের অধিক মুনাফার দিকে না ঝুঁকে বিশুদ্ধতম মাসের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

ইসলামের মহান আলোয় আলোকিত করে ধর্মীয় ভাবধারার মূল চেতনায় গড়ে উঠে তাকওয়া অর্জনের লক্ষ্যে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক মাহে রমজানের কাঙ্ক্ষিত লক্ষ্য।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.