বুলডোজার দিয়ে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে অটো চালকদের স্বপ্ন।

২৮৮

মোঃ জহিরুল ইসলাম,ডেস্ক রিপোর্ট : আমি জানি না তারা নিরক্ষর কি না।তবে আমি এটা জানি,তারা সরকারি কিছু উচ্চ শ্রেনীর অক্ষর জ্ঞানী কর্মকর্তাদের মত কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা মেরে প্রাসাদ তৈরি করেনি।এই উচ্চ শ্রেনীর অক্ষর জ্ঞানীরাই দেশের সম্পদের অসম বণ্টনে নিজেদের ব্যাংক-ব্যালেন্সকে ভারি করেছে।তাদের সাথে যোগসাজশ করে দেশের সম্পদ একচেটিয়াভাবে লুটে নিচ্ছে কিছু অসাধু নেতারা।যার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেশে কর্মের উৎস সৃষ্টির সুযোগ কমই হচ্ছে।যদি তাই না হয়,তবে কেন অটো রিক্সা চালকদের অটো কেড়ে নিয়ে বুলডোজার দিয়ে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে?

অথচ যদি সম্পদের সুষম বণ্টন হতো,তবে এই অটো চালকরাই বলত,আমরা উন্নয়নশীল দেশ নয় বরং আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকতাম উন্নত দেশ হিসেবে।কিন্তু আজ তাদের একমাত্র আয়ের উৎসটাই বুলডোজার দিয়ে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে।অত্যাচারিত, নিপীড়িত ও বঞ্চিত এই অটো চালকদের জন্য সরকার কি বিকল্প কোন আয়ের উৎস সৃষ্টি করতে পেরেছে?নাকি ডিজিটাল এই যুগে নিরক্ষর এই অটো চালকদের নিয়ে ভাবনা কম?কিন্তু আজ যারা স্কুল-কলেজ-ভার্সিটিতে পড়েও বাবার কেনা অটো চালিয়ে সংসারের খরচ বহন করছে সেই অক্ষর জ্ঞান ওয়ালা হাজার হাজার শিক্ষিত অটো চালকদের নিয়েও তো বিকল্প কিছু ভাবতে দেখছি না।আসলে সব জায়গায়তেই খটকা।

সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কেন অটো রিক্সাগুলো আমদানিতে কিংবা দেশে তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করছে না?যদি তা নাই করতে পারেন তবে সর্বস্ববিক্রি করে কেনা এক একটি অটো যাদের কাছে পুরো পৃথিবী সেই অটো গুলোকে তাদেরই চোখের সামনে বুলডোজার দিয়ে ঘুড়িয়ে দেওয়ার অধিকার সরকার কেন এই বাংলার জমিনে কারোরি নেই।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.