বিদ্যুতের কাজ করতে গিয়ে চীনা প্রকৌশলী নিখোঁজ।

৮২

 

মেহেদী হাসান সজীব, ডেস্ক রিপোর্টঃপদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক কাজ করার সময় জিয়াও(২৫) নামের চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে কাজের যেকোনো একটা সময় বৈদ্যুতিক খুঁটি থেকে নদীতে পড়ে গেছেন। গতকাল মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পুলিশ কর্মকর্তা সিরাজুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়াও প্রকল্পের অন্তর্গত সেতুর পাশের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। কাজে থাকা অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯ টা পর্যন্ত এই প্রকৌশলীর কোন সন্ধান পাওয়া যায় নি। ঘটনাস্থলে সকালে ডুবুরি দল পৌঁছে নদীর তলদেশে অভিযান চালানোর কথা রয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.