বাগেরহাট জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত জেলা মনিটরিং কমিটির সভার সিদ্ধান্তসমূহ

৯৫

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনা: বাগেরহাট জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত জেলা মনিটরিং কমিটির সভার সিদ্ধান্তসমূহ নিম্নরূপ:

১৷ বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক৷
২৷ গ্রাম পর্যায়ের চায়ের দোকানে টেলিভিশন, ক্যারোম বোর্ড পরিচালনা করা যাবে না৷
৩৷ হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না৷ কেবল পার্সেল গ্রহণ করা যাবে৷
৪৷ কাঁচা বাজারসমূহ যতদূর সম্ভব খোলা জায়গায় সরিয়ে নিতে হবে৷ প্রতিটি বাজারে সার্বক্ষণিকভাবে মাইকিং এর মাধ্যমে সর্বসাধারণকে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন করতে হবে৷
৫৷ গণপরিবহনে কোনো ক্রমেই অর্ধেকের বেশি যাত্রী নেয়া যাবে না৷
৬৷ মহেন্দ্র-ইজিবাইক-সিএনজিতে ০৩ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না৷
৭৷ চালক ব্যতীত মোটরসাইকেলে কোনো যাত্রী নেয়া যাবে না৷
৮৷ খেয়া পারাপার নৌকা-ফেরিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বল্পসংখ্যক যাত্রী পরিবহন করবে৷
৯৷ সকল সরকারি-বেসরকারি দপ্তরে বাধ্যতামূলকভাবে “No Mask, No Service” নীতি বাস্তবায়ন করবে৷
১০৷ মসজিদ-মন্দিরে নিয়মিত মাইকিং এর মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসচেতন করতে হবে৷
১১৷ করোনা আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির পরিবারের সকলকে জরুরিভিত্তিতে করোনা টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে৷

সংশ্লিষ্ট সকলকে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.