বসন্ত বরণে পিঠা উৎসব- তিতুমীর কলেজ ঢাকা ।

 

রোকনুজ্জামান, ঢাকা।লাখো বাঙালির প্রাণের উৎসব ১লা ফাল্গুনে বসন্ত বরণ। বাংলার তরুণ সমাজ, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর সকলেই পহেলা ফাল্গুনে বসন্ত কে বরণ করার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে সারাদেশে পিঠাপুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ফাল্গুন উৎসবের প্রধান আকর্ষণ হলো হলুদ রঙের বাহারি পোশাক ও হরেক রকম তরতাজা ফুলের ডালি।

দেশের অর্থনীতিতে পহেলা ফাল্গুনে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যে ফুল বিক্রি করা হয় তা কয়েক হাজার কোটি টাকা দেশের অর্থনীতিতে যুক্ত হয়। এছাড়া হরেক রকম মুখরোচক পিঠাপুলির বিশাল যোগ্য। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৮.০০ ঘটিকায় ” সরকারি তিতুমীর কলেজ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়) সকল বিভাগের শিক্ষার্থীগণ পহেলা ফাল্গুনে বসন্ত কে বরণ করেছে এবং পিঠাপুলির বিশাল আয়োজন করেছে। সরকারি তিতুমীর কলেজটি ১৯৬৮ সালে স্থাপিত হয়। এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজারের মতো ছাত্র-ছাত্রী রয়েছেন। অত্যন্ত সুনামের সাথে সুন্দর পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ সুন্দরভাবে দক্ষতার সহিত শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করে আসছেন।

সুস্থ সংস্কৃতি চর্চায় সকলের প্রিয় দেশের অন্যতম বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটি আদর্শ বিদ্যাপীঠ। যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিড়ি, সিগারেট, এবং মাদকে ছয় লাভ হয়ে গেছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বর্তমানে ব্যাপকভাবে ধূমপান সহ নানান মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছে।
ছাত্র-ছাত্রী দেরকে সুস্থ জীবনধরণে এগিয়ে নেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভূমিকা পালন করে থাকে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.