বর্ষার দৃশ্য

৩০৭

কবি মোঃ সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

বর্ষা এলে নদী,খাল,বিল করে থৈ থৈ,
চারিদিকে থাকে শোর গোল,রমরমা হৈ চৈ৷
জেলে ভাই ধরে মাছ,করে রৈ রৈ,
নৌকায় পাল তুলে মাঝি ভাই করে হৈ হৈ৷

পলি বয়ে যায় ফসলের জমিতে,
কাঁশ ফুলগুলো কষে পরে নদীর পানিতে৷
বিলে—ঝিলে শাপলা—শালুক তুলে বেড়ায় বাবু,
সারা বেলা সাঁঁতরে বেড়ায় হয় না তবু কাবু৷

দুর থেকে যেন মনে হয় ঐপারে নদী ছুঁয়েছে গগণ,
বর্ষা শুরু হয় নিয়ে দু’মাস আষাঢ় আর শ্রাবণ৷
রৌদ্দুর আসে থেমে থেমে,বৃষ্টি পরে সারাক্ষণ,
বর্ষা আসিলে জল পথে আসে যৌবন৷

নদীর দু’ধারে হাট বাজার,সারি সারি গ্রাম,
জলরাশি উপচে,কখনও জনপদে করে বেআরাম৷
বর্ষা ভয়ংকরী,নিয়ে আসে বন্যা,
জনপদ,কৃষকের হয়ে যায় কান্না৷

বর্ষায় নেয় রূপ নদী খাল—বিল,
সকলের মনে থাকে তখন পরিপূর্ণ ঝিল৷
আমাদের দেশটা খুবই সুন্দর,
বর্ষায় নদী—নালা,খাল—বিল, দেয় তারে আদর৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.