বরিশালে লকডাউনে মানা হচ্ছেনা ১১ দফার অনেক নির্দেশনা

৩৮

জাকারিয়া মাহমুদ প্রিন্স,জেলা প্রতিনিধি,বরিশাল: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় অধ্য ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুড়ে দিয়েছে ১১ দফা নির্দেশনা

এদিকে বরিশালের বেশির ভাগ জনসাধারণরা মানছে না
১১ দফা নির্দেশনা। বরিশাল নগরী ঘুরে দেখা যায়, আগের দিনগুলোর মতোই ঘরের বাহিরে বেরিয়ে পড়ছে রাস্তা ঘাট মার্কেট গুলোতে, মার্কেট গুলো বন্ধ থাকাতেও দোকানের কর্মচারীরা ঘোরাফেরা করছে আশেপাশে। ক্রেতাদের আনাগোনা দেখে কর্মচারীরা সুযোগটা কাজে লাগাতে অপেক্ষায় আছে দোকানপাট ফাঁকেফাঁকে খুলে দেয়ার।
সচেতন নগরবাসী জানান, এমন করে চললে ১১ দফা নির্দেশনা না মানলে লক ডাউনে উপকার হবেনা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.