বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল হচ্ছে

১০৭

 

সঞ্জয় বৈরাগী, ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মােজাম্মেল হক ।
যাঁদের খেতাব বাতিল হচ্ছে , তাঁরা হলেন ক্যাপ্টেন নূর চৌধুরী ( বীর বিক্রম খেতাব পাওয়া ) ,মেজর শরিফুল হক ডালিম ( বীর উত্তম খেতাব পাওয়া ) , রাশেদ চৌধুরী ( বীর প্রতীক খেতাব পাওয়া ) ও মােসলেহ উদ্দিন খান ( বীর প্রতীক খেতাব পাওয়া ) ।

এদের মধ্যে ডালিম স্পেনে, নূর চৌধুরী কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, এবং মসলেহ উদ্দিন খান জার্মানিতে অবস্থান করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

এবিষয়ে মন্ত্রী বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এখন দুই থেকে পাঁচ দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হলেই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.