ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের চুক্তি

৮০

ডেস্ক রিপোর্ট : ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ)স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য অদ্য ০৪ এপ্রিল ২০২১ তারিখে মনোনীত নির্মানকারী প্রতিষ্ঠান BANGLADESH BUILDING SYSTEMS LIMITED (BBS) এর সাথে FAREAST INTERNATIONAL UNIVERSITY (FIU) এর মধ্যে, বনানী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য উত্তরা ১৬ নং সেক্টরে আই ব্লকে এফআইইউ এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BBS এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার হাছান মোরশেদ চৌধুরী এবং FIU এর পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মতিউর রহমান এবং ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ), এফআইইউ, মামুন উল মতিন, ডেপুটি রেজিস্ট্রার, এফআইইউ, খন্দকার আরাফাত আলী, পিআরও, এফআইইউ এবং BBS এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.