ফতুল্লায় মাদক ব্যবসায়ী খুন

ব্যবসা নিয়ে বিরোধের জের বলে ধারণা

৪১

রাসেল আদিত্য, নারায়ণগন্জ থেকে:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নিউ হাজীগঞ্জের একটি
পরিত্যক্ত বাড়ী থেকে আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে
ফতুল্লা মডেল থানা পুলিশ।নিহতের শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাতের চিন্হ ও গলায় পেচানো অবস্থায় লোহার চেইন ও রশি থাকায় তাঁকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারনা পুলিশ ও স্থানীয় মানুষের।হত্যার শিকার যুবকের নাম ইমন।সে স্থানীয় ইব্রাহীম হোসেনের ছেলে বলে জানান এলাকাবাসী।
এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,ভাঙা পরিবারের সন্তান ইমন একাই থাকতো।মা অন্যজনকে বিয়ে করে চলে গেলে পরবর্তীতে ইমনের বাবাও দ্বিতীয় বিয়ে করে।ইমন বাবার কাছে থাকতোনা বাবার পরের বিয়ের পর থেকে।সে মাদকাসক্ত থেকে একসময় মাদক
ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে ওঠে।আর ঐ মাদক ব্যবসাকে কেন্দ্র করেই হয়তো খুন করা হয়েছে ইমনকে
এমনটাই ধারণা স্থানীয়দের ও পুলিশের।
নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানায়, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাসক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি বলে দাবী করেন
তিনি।তারঁও ধারনা মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, ধারনা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় হত্যাকান্ডটি হতে পারে বলে ধারণা করেন তিনি।এ রিপোর্ট করার সময় পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।তবে মামলার প্রস্তুতী চলছে বলে জানান কাজী মাসুদ রানা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.