পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ

১৩

রাসেল আদিত্য, নারায়ণগঞ্জ থেকে :

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ৩০শে সেপ্টেম্বর ভোররাতে চট্টগ্রামের জোড়ারগন্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেনকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় আজ দুইজনকে আটক করার কথা জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।গতকাল মধ্যরাতে
উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো,পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের রমিজউদ্দীনের ছেলে মামুন(২৮) ও বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান(৩২)।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসানউল্লাহ
এই প্রতিবেদককে জানান,গ্রেফতারকৃত দুই ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।তাঁদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের
জন্য আজ আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।রিমান্ডে এলে আরও তথ্য
আদায় করতে পারবেন তাঁরা।
ঘটনার বিবরনে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ও তার গাড়িচালক ইয়াছিন বাদশা প্রাইভেটকারে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে টোল আদায়ের সময় মেঘনা টোল প্লাজায় যানজটে পড়েন তারা। এ সময় ওসিকে বহনকারী প্রাইভেটকারের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তাদের গাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার হাতসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ডাকাতরা। এ সময় ওসির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। ওই পুলিশ কর্মকর্তার হাতে কোপ লেগেছিল, পরে অস্ত্রোপচার হয়েছে। এই ঘটনায় শনিবার (১ অক্টোবর) দিবাগত রাতে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন ওসি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.