পিছিয়ে নেই সাতপাড় নজরুল কলেজের নারী নেতৃত্ব

১৫০

শান্তনু রায়, উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে (দুর্গা বিশ্বাস) নামে এক দরিদ্র মায়ের ১০ কাঠা জমির ধান কেটে দিল সরকারি নজরুল কলেজের একদল ছাত্রলীগ কর্মী ভাই ও বোনেরা।

করোণা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেওয়ায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৫ মে) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নিউটন ও সাধারণ সম্পাদক এম.ডি আতাউর রহমান পিয়ালের নির্দেশে সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের কর্মী একদল ভাই ও বোনেরা দুর্গা বিশ্বাস নামে এক দরিদ্র মায়ের ধান কেটে ঘরে তুলে দেন।

উক্ত ধান কাটায় নেতৃত্ব দেন রজত বিশ্বাস টুটুল। সাতপাড় সরকারি নজরুল কলেজের ছাত্রলীগ কর্মী বোনেদের কাছে তাদের অনুভূতি কথা জানতে চাইলে তারা বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও কোন দিক দিয়ে পিছিয়ে নেই তাই আমরাও এই মহামারিতে হাতে হাত রেখে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলাম।

তারা আরো বলেন শুধু ধান কাটা নয় যে কোন কাজের ক্ষেত্রে পিছিয়ে থাকবে না সাতপাড় নজরুল কলেজ ছাত্রলীগ।

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. Md Hussain Sikder says

    Amader collage ar nam sunle khub valo lage

    1. admin says

      Thanks and stay with us.

Leave A Reply

Your email address will not be published.