পায়রা নদীতে ডুকে পড়েছে বঙ্গোপসাগরের লবণাক্ত পানি

৩৬

নিয়াজ শাকুর নিবীর,মির্জাগঞ্জ প্রতিনিধিঃবঙ্গোপসাগরের লবণাক্ত পানি এবার ঢুকে পড়েছে পটুয়াখালী মির্জাগঞ্জে পায়রা নদী ছাড়িয়ে তার শাখা-প্রশাখা নদীগুলোতেও। জনজীবনে দেখা দিয়েছে আতঙ্ক এরকম ঘটনা বিগত ৫০ বছরেও দেখা যায় নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা।মূলত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জোয়ার ভাটার তারতম্যের কারণে বঙ্গোপসাগরের লবণাক্ত পানি ঢুকে পড়েছে উপকূলীয় এলাকাগুলোতে।

মির্জাগঞ্জের ১ নং মাধবখালী ইউনিয়নের শ্রীমন্ত নদীর তীরবর্তী এলাকার মানুষ জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন । নদীর পানি দিয়ে গোসল করলে চুল আঠার মত হয়ে যায় এবং এ পানি দিয়ে রান্নার কাজে ব্যবহার করলে খাবার লবণাক্ত লাগে এছাড়া ফসল এবং উদ্ভিদ ও পশুপাখির জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সচেতন এলাকাবাসী।তাই পানির লবণাক্ততা রোধ করার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.