পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামান স্যারের অবসর গ্রহণ

১৯

মোঃ রেশাদুল হক,জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ১৮ তম অধ্যক্ষ হিসাবে দীর্ঘ ৭ বছর ৬ মাস ২২ দিন অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এই প্রথমবারের মতো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট একজন অধ্যক্ষকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে।

৭ এপ্রিল ২০২১ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের একটা স্মরনীয় দিন। স্যার এই প্রতিষ্ঠানে থাকাকালে প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন সাধিত হয়েছে।

১.পটুয়াখালী পলি: গ্রান্ট প্রাপ্ত হয়েছে।
২.ই-জিপি চালু করা হয়েছে।
৩.প্রতিটা বিভাগের ল্যাবকে আধুনিকায়ন করা হয়েছে।
৪. ৫ টি বিভাগে শিক্ষার্থী ক্যাপাসিটি ২০০০ থেকে ২৮০০ করা হয়েছে।
৫.পুরো প্রতিষ্ঠানকে CCTV এর আওতায় নিয়ে আসা হয়েছে।
৬. শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক কনফারেন্স রুম করা হয়েছে।
শিক্ষক কর্মকর্তা -কর্মচারী স্বল্পতা থাকা সত্ত্বেও স্যারের দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনা করেছেন।

প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামান স্যার ৮/৪/১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে তৎকালীন বিআইটি বর্তমান ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইইই) সম্পন্ন করে। আইইবির একজন ফেলো সদস্য, আইডিইবির সম্মানিত সাবেক উপদেষ্টা ছিলেন।

স্যার ১৯৮২-৮৩ সালে BTV তে জব করেন। তারপর UCEP এ দীর্ঘ ১৫ বছর ৮ মাস জব করেন।২০০৭ সালে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
১৫-০৯-২০১৩ সালে ডেপুটেশনে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ যোগদান করেন ।

আজ ৮/৪/২০২১ স্যার পি আর এল গমন করেন।স্যারের অবসর জীবন সুন্দর হোক, সুখের হোক,আনন্দময় হোক,নিরাপদ হোক,স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

50% LikesVS
50% Dislikes
1 Comment
  1. মোঃ রেশাদুল হক says

    We always miss you honorable Ex principle Engr. Hasan Mohammad Kamruzzaman sir.

Leave A Reply

Your email address will not be published.