পঞ্চগড়ের আটোয়ারীতে বিয়ের আয়োজনে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

২২

মোঃআরিফ হোসেন,পঞ্চগড় আটোয়ারী প্রতিনিধি :
মহামারী করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত অর্থ দন্ডাদেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি বোলায়মারী এলাকার জনৈক মৃত খবির উদ্দীনের পুত্র সলেমান আলী চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে মেয়ের বিয়ের ধুমধাম আয়োজন করে। এদিকে ওই বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন ব্যস্ত থাকায় ডেকোরেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহকর্তা সলেমান আলীর ছোট বোন দুলালী বেগমের আড়াই বছর বয়সী কন্যা ফাতেমা বেগম মৃধা’র মর্মান্তিক মৃত্যূর ঘটনা ঘটেছে।

এঅবস্থায়, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বাবাকে ১০ হাজার এবং ডেকোরেটরের মালিককে ৬ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন উপস্থিত ছিলেন।এসময় এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জন সাধারণের উদ্দেশ্য করে বলেন এরকম আয়োজন আর যাতে কেউ না করে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.