নীলফামারীতে যে পাঁচ পুকুরের সমন্বয়ে পঞ্চপুকুর ইউনিয়ন

৬৩

ওমর ফারুক, ব্যুরো প্রধান,রংপুর :

ইতিহাস নির্দোষ হাতের রচনা নয়, সবকিছু ঘটে বিভিন্ন মাঠে ঘাটে আলোচনায় ইতিহাস সংস্কৃতি সভ্যতা গড়ে তোলার নতুন চেতনায়.

বাংলা তার সবটুকু সুন্দর রূপ উজার করে দিয়েছে বাংলাকে সাজাতে,ঠিক তেমনি বাংলার বুকে জমে আছে নানন্দিকতার ছাপ.. বিভিন্ন নির্দশন যা জানা অজানায় চোখের কিনারায়।

নীলফামারী সদরের মডেল ইউনিয়ন পঞ্চপুকুর ইউনিয়ন, একটি অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্যপটের দেখা মেলে এই ইউনিয়নে,প্রায় ২ থেকে ৩ শ বছর পূর্বে এই ইউনিয়নে বহু জ্ঞানী গুনি মানুষের অবাসযোগ্য ছিল এখনো আছে তবে তেমন আর নয়, বিশেষ ভাবে নাম দেওয়া হয়েছে, পাঁচ পুকুরের সমন্বয়ে পঞ্চ-পুকুর ইউনিয়ন।

পুকুর গুলোর নামে সাড়িতে, পঁচা পুকুর, পূর্বে দিকে, বড় পুকুর, উত্তর পশ্চিমে,ভের পুকুর বগিলাগাড়ি জামতলা এলাকায়, ভোটা পুকুর দক্ষিণে চেংমারী সড়কের মধ্যে রাস্তা থেকে পূর্ব দিকে, এবং
হাসছাড়া পুকুর, পঞ্চপুকুর উত্তরাশশী মিলবাজারে দক্ষিণ দিকে লালজুম্মা সড়ক মাঝখানে…কিসামত কানকিনির দক্ষিণ পূর্বে….কাঁচা রাস্তা থেকে পূর্ব দিকে এই হাসছাড়া পুকুর অবস্থিত।

জানায় এটি প্রায় তিনশত বছর আগে এর নাম হয় হাসছাড়া পুকুর যেখানে রয়েছে,অনেক ইতিহাস।

জানা যায় পাকিস্তান আমলে জমিদার রা তাদের মাটির প্রয়োজনে তাদের দোলার জমি গুলোর মধ্যে বড় জমি গুলো খনন করে।

এখানে পায় ১৪ কালি ২৮ শতক জমি, খাস জমির মধ্যে এই হাসছাড়া পুকুর,উক্ত নামে এলাকার সকল মানুষের কাছে ব্যাপক পরিচিত রয়েছে।

প্রশ্নে জানান পঞ্চপুকুর ইউনিয়নে এরকম পাঁচ টি পুকুর রয়েছে,পুকুর গুলো হাসছাড়া পুকুর থেকেও অনেক বড় ও গভির ভাবে খনন করা হয়েছে।

তবে পুকুর গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে ধারণা করছেন এলাকার মানুষ,

বিশেষ করে এই ঐতিহ্য ধরে রাখতে যথাযথ গঠনমূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে পঞ্চপুকুরের নাগরিক সকল।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.