নিখোঁজের চারদিন পরেও খোঁজ মেলেনি আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের

২৭৯

 

আমির হোসেন,হাতিয়া প্রতিনিধিঃ

চারনদিন ধরে নিখোঁজ -আবু ত্ব-হা মুহাম্মদ আদনান:
সত্যি বিষয়টি এই স্বাধীন দেশের জন্য বড় লজ্জা ও দুঃখজনক।

একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে উধাও হয়ে যাওয়া তা কখনোই মেনে নেওয়ার মত না।

এদেশে ফোন চুরি হলে তদন্ত টিম গঠন করা হয়। কিন্তু ইসলামিক রাষ্ট্রে একজন ইসলামি বক্তা নিখোঁজ হলো চার দিন প্রশাসনের কোন তদারকি দেখলাম না।

এটা কোন মোবাইল ফোনের সিমকার্ড নয় যে জুতোর নিচে বা ডাস্টবিনে ময়লায় লুকিয়ে আছে। প্রশাসনের তদারকি সত্যি প্রয়োজন।

তিনি ইসলামি বক্তা পারে, আগে তিনি একজন বাংলাদেশের একজন নাগরিক।যে দেশে কুকুর বা পাখি উদ্ধার করার জন্য ফায়ারসার্ভিস এবং প্রশাসনের চেষ্টা দেখা যায়।তা কিন্তু এক জন মানুষের ক্ষেত্রে দেখা যায় না। তবে কি মানুষের দাম পশু পাখি, মোবাইল ফোনের থেকেও কম।

সাধারন মানুষের দাবি এদেশের ভঙ্গুর এবং ধীর গতির বিচার ব্যবস্থা এর জন্য দায়ী।যেহেতু আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার সফর সঙ্গী এবং ড্রাইভার সহ তিন জন লোক আজ চার দিন ধরে নিখোঁজ। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

তার পরিবার এবং এদেশের সাধারণ মানুষ
প্রশাসনের কাছে অনুরোধ করছে এদেশের নাগরিক হিসেবে দ্রুত খুজে বের করার পদক্ষেপ গ্রহন করবেন।

100% LikesVS
0% Dislikes
২ Comments
  1. S M Hasnat Zaman says

    সাহসী কন্ঠ সাহসের সাথে এগিয়ে চলুক এটাই কাম্য, মামুন ভাই আপনার হাত কে আরো প্রশমিত করলে সাহসী কন্ঠে র উত্তরোত্তর বৃদ্ধি হতো, বিষয়টা দেখবেন।
    ময়মনসিংহ।

    1. Editor says

      ধন্যবাদ, দৈনিক সাহসী কন্ঠের সঙ্গেই থাকুন।

Your email address will not be published.