নাচোলে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয়; মাস্ক থাকলেও ক্রেতাদের মাঝে ছিলনা সামাজিক দূরত্ব

১৫

নিজস্ব প্রতিবেদকঃ নাচোলে আরেক দফা বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন স্বল্পমূল্যে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ) এর পণ্য বিক্রয় সম্পন্ন হয়েছে। তবে ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও ছিলনা সামাজিক দূরত্ব। কোন নির্দেশনা বা ব্যবস্থাপনা না থাকায় কারও মধ্যে ছিলনা করোনার বিষয়ে কোন ভীতি।

আজ শনিবার বেলা ১২টা থেকে নাচোল পৌরসভার পাইলট স্কুল সংলগ্ন গোডাউন পাড়ায় এসব পণ্য বিক্রয় করা হয়। মেসার্স হাবিবুর ভ্যারাইটিজ স্টোর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হয়। প্রতিজন ক্রেতাকে ৫৫টাকা কেজি দরে চিনি দুই কেজি, মসুরের ডাল দুই কেজি, সয়াবিন তেল ১০০টাকা লিটার দরে দুই লিটার, ইন্ডিয়ান বড় পিঁয়াজ ২০টাকা কেজি দরে তিন কেজি, ছোলা ৫৫টাকা কেজি দরে দুই কেজি ও খুরমা খেজুর ৮০টাকা কেজি দরে ২কেজি করে দেওয়া হয়। মোট প্যাকেজের মূল্য দেওয়া হয় ৬১৫টাকা। টিসিবির পণ্য ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, একসাথে ৬টি পণ্য কিনা তাদের জন্য একটু কষ্টকর, তবে সুবিধার কথা ভেবে তারা এখানে কিনতে এসেছেন। আর একজন ক্রেতা জানান, ইন্ডিয়ান পিঁয়াজগুলো রান্নার তেমন উপযুক্ত নয়, এসবের বদলে দেশি পিঁয়াজ পেলে ভালো হতো। পৌরসভা কিংবা উপজেলা যদি টিসিবি’র পণ্য স্বল্পমূল্যে ক্রয়ের মাইকিং করতো তবে অসহায়দের জন্য ভাল হতো বলেও অনেকে জানান।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.