দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

১৬

এম মিরাজ হোসাইন,জেলা প্রতিনিধি, ভোলা : ভোলার দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (৭ই এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে টেলি-কনফারেন্সের মাধ্যমে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

সমম্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যান্তিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি (৭০% ভুুর্তকি) মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াই,ঝাড়াইর জন্য এ কম্বাইন-হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এসময় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেন,‘ করোনা মহামারির এ সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়তে হচ্ছে। তাই সরকার (৭০% ভুর্তকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন কৃষকের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মনজুর আলম খান। এছাড়াও এ উপজেলায় আরও তিনজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার, উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.