তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লক্ষ টাকা জরিমানা

৫০
সঞ্জয় বৈরাগী, খেলা ডেস্ক: গতকাল ঢাকা প্রিমিয়ার লীগের একটি ম্যাচে সাকিবের করা একটি বল মুশফিকের প্যাডে লাগে। আম্পায়ার আউটের সিদ্ধান্ত না দেওয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙ্গেছেন টাইগার অলরাউন্ডার। শুধু এখানেই থেমে খাকেন নি তিনি, ৫ ওভার ৫ বলের সময় বৃষ্টিতে খেলা বন্ধ রাখার ডাক দিতেই আবারও সাকিবের হুঙ্কার “সেন বন্ধ হলো খেলা ?” প্রশ্ন করেই সাথে সাথে উইকেট থেকে তিন স্টাম্প তুলে নিয়ে ছুড়ে মেরেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের এই উদ্ধত্যপূর্ণ আচরণে তাকে শাস্তি ভোগ করতে হবে এটিই স্বাভাবিক। অপেক্ষা ছিল ম্যাচ রেফারি এবং আম্পায়ারের রিপোর্টের। রিপোর্টে আম্পায়ার সাকিবের চার ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লক্ষ টাকা জরিমানা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিসিএম সাকিবকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।0
100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.