টাঙ্গাইলের তিন উপজেলায় হতে যাচ্ছে কঠোর লকডাউন

৮৭

 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

করোনা সংক্রমণ অধিক হারে বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের তিন উপজেলায় কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন, উপজেলা গুলো হলো কালিহাতী, মির্জাপুর ও টাঙ্গাইল সদর উপজেলা।

আজ মঙ্গলবার (১৫ জুন) থেকে এ উপজেলা তিনটিতে ঝটিকা অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাস্ক পরিধান ও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

টাঙ্গাইলকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করায়, আগামী শনিবার (১৯ জুন ২০২১) থেকে জেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তিন উপজেলায় সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় কালিহাতী উপজেলায় ৩৬টি নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের শতকরা হার ৫৮.৩৩ ভাগ, টাঙ্গাইল সদর উপজেলায় ১৪৩টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহের করোনাভাইরাস শনাক্ত হয়। এ উপজেলার আক্রান্তের হার ২৭.২৭ ভাগ। এছাড়াও মির্জাপুর উপজেলাও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। নিজে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.