জামালপুরে নদী দখল করে মাছ চাষ ও মাটি বিক্রির জমজমাট ব্যবসা

১৫

ইয়াছিন আলী, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি,জামালপুর :

জামালপুর জেলার সরিষাবাড়িতে অবৈধভাবে ঝিনাই নদী জবর দখল করে মৎস্য চাষ ও মাটি বিক্রির জমজমাট ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের মো. বেল্লাল হোসেন তার বাড়ীর দক্ষিন পাশে ঝিনাই নদীর প্রবাহমান শ্রোতধারা বন্ধ করে দীর্ঘ দিন যাবৎ এ মাছ চাষ ও মাটি বিক্রির জমজমাট ব্যবসা করার অভিযোগ করেছেন এলাকার সুশীল সমাজ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে , সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া মৌজার ছাতারিয়া গ্রামের মো.বেল্লাল হোসেন তার বাড়ীর দক্ষিন পাশে ঝিনাই নদীতে ঝিনাই নদীর প্রবাহমান স্রোতধারা বন্ধ করে প্রায় চার একর জমির ভিতরে মাছ চাষ ও মাটি বিক্রি করে আসছে।

এবিষয়ে এলাকাবাসীর নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আরাফাত, আলাউদ্দিন, কাওসার ও আঃ লতিফ বলেন,মোঃ. বেল্লাল ও তার ছেলে মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও লাঠিয়াল গ্রামবাসীকে জিম্মি করে জোর পূর্বক অন্যান্য ব্যাক্তি মালিকানা জমি জবর দখল করে নদীতে মৎস্য চাষ ও মাটি বিক্রি জমজমাট ব্যবসা করে যাচ্ছে।ঐ জলাশয়ে কাওকে মৎস্য শিকার ও এলাকার লোকজন কে গোসল করতে দেয়া
হয় না‌

এ বিষয়ে মৎস্য অধিদপ্তর , পানি উন্নয়ন বোর্ডের এমনকি স্থানীয় চেয়ারম্যান আবু তাহের গণমাধ্যমকে জানান,
আমি কিছুই জানিনা তবে , এখন জানতে পারলাম। অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.