জাতীয় চা দিবসে পঞ্চগড়ের চা চাষীদের মানববন্ধন

১৯

মোঃআরিফ হোসেন,পঞ্চগড়,আটোয়ারী প্রতিনিধি :

এ কথা অনস্বীকার্য যে পঞ্চগড় জেলার ক্ষুদ্র চা চাষীদের চা পাতা নিয়ে বর্তমানে দেয়ালে পিঠ ঠেকেছে। এ সমস্যা শুধু এবারেই নয়, বেশ কয়েক বছর ধরে এ সমস্যার সম্মুখিন হচ্ছেন তারা। চা প্রক্রিয়াজাত কোম্পানীগুলোর সিন্ডিকেট এর পাশা পাশি চা পাতার ফলনের আধিক্যও চা- চাষীদের বিপাকে ফেলেছে সমতলের চা-বাগান যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
আজ ৪ জুন চা দিবস অথচ
পঞ্চগড়ে ক্ষুদ্র চা-চাষীরা ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় মানববন্ধন করছে।
চা বাগান মালিক সমিতির পক্ষে সকালে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ৯ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনের দাবী সমূহঃ
১.কাঁচা চা পাতার সর্বনিম্ন দাম ৪০/- কেজি দর নির্ধারণ করা হোক এবং % কর্তন বন্ধ করা হোক।
২.পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৩.পঞ্চগড়ে প্রতি উপজেলায় সরকারি চা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার জোর দাবী।
৪.দালালের মাধ্যমে পাতা ক্রয় বন্ধ করা হোক।সরাসরি চাষীদের কাছ থেকে পাতা নিতে হবে এবং চাষী হয়রানী বন্ধ করতে হবে।
৫.চা কারখানাতে চাষীদের কাঁচা পাতার পাওনা টাকা নগদ পরিশোধ করতে হবে এবং বাকি রাখা বন্ধ করা হোক সেই সাথে রশিদে সব পরিষ্কার ভাবে উল্লেখ করে কম্পানির সীল স্বাক্ষর সহ প্রদান করতে হবে।
৬.প্রধানমন্ত্রীর লাগানো চা তথা পঞ্চগড়ের চায়ের মান খারাপ এমন নাটকের মূল হোতাদের মুখোশ উন্মোচন করা হোক।
৭.কালো বাজারে ভালো মানের চা বিক্রি বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের পর্যাপ্ত পদক্ষেপ চাই। পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া অকশন মার্কেট মুখি সকল ট্রান্সপোর্ট জেলা প্রসাশনের আলাদা নজরদারী রাখতে হবে।
৮.ভরা মৌসুমে কারখানা রেশনিংভাবে চালু রেখে কৃত্রিম সংকট তৈরি না করে প্রত্যেক কারখানা ১০০% ক্যাপাসিটি প্রতিদিন চালু রাখার ব্যবস্থা করা হোক।
৯.চা পাতার মূল্য নির্ধারণে পূর্বের আইন সংশোধন করে কৃষকবান্ধব আইন করতে হবে।
সেই সাথে মানববন্ধন কারি বাগান মালিকগণ বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবী তুলে ধরেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.