ছেড়া জীবনের কিছুটা

৮৪

লেখক: দুলাল চক্রবর্তী।

আগুন আঁচলে জীবন।
যে উত্তাপে ঘুরে ফিরে এসে
মোম গলা মনের কান্না বিলাপে,
কেবলই ভাবায়।

সেই সংলাপ মন্ত্রের মত।
একান্তের নিঃসঙ্গ উচ্চারণ
অনুক্ষণ গলাগলি মৈথুন মিথুন,
অবিরত প্রেম চুম্বন আলিঙ্গন।

মন কত ভীষণ বিধ্বস্ত
ধর্ষিতা মেয়ের মত
লজ্জিত কোন হৃদ স্পন্দন।
কোনো রকমে গোপন অঙ্গ সঙ্গপনে নির্জনের আড়ালে।
তাই আমাদের এক বিশাল স্বপ্নের বৃষ্টি জল,
পতিত গোপন হ্রদ মোমের পুতুল হয়ে নোনতা।

কখনো বা নয়ন তারা ফুল,
বিকালে খুঁজে ফেরে শূন্য বুকে ভোরের শালুকের দল।

ছেঁড়া ক্যানভাসে ফেলে আসা দুখের আলতো আলতা হাসি।
খুব খুবই বাসি।
মন তবু বলে ভালবাসি
সুখে আছি খুব পাশাপাশি।

এই সেই ফুল, আমার মনের বকুল,
যারা রাতেই পাপড়ি মেলে প্রেমে হেলে-দুলে
সূর্যে সূত্রে তরতাজা অন্ধকারে।

সবুজ অবুঝ আইকনের উচ্ছ্বাস।
তাই এই রাত শেষের রজনীগন্ধার ফুলসজ্জা বিলাস।
আমি তাদের মতো সততই সুহাস।

অনেক দুখ সুখের জলের সাদা হাঁস।
গরমের মিষ্টি বাতাস।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.