চেয়ারম্যান সিদ্দিকের ছোঁয়ায় টক অফ দ্য টাউনে ইউনিয়ন পরিষদ

২৪

মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার সীমান্তবর্তী উপজেলা বকশীগঞ্জ। এই উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়ন পরিষদ ভবন প্রাণ ফিরে পেল দীর্ঘ ১০ বছর পর। মানবিক চেয়ারম্যান হিসাবে পরিচিত মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। গত রবিবার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। ২৯ সেপ্টেম্বর বৃহঃপতিবার মেরুচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন বকশিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউপি মেম্বার, অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অতিথিগণ ইউনিয়ন পরিষদের সুন্দর্য দেখে অভিনন্দন ও ধন্যবাদ জানান। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ যারা জনপ্রতিনিধি হিসাবে ছিলেন দেখভালে ছিলো ব্যাপক অবহেলা। ফলে প্রায় ৩ কোটি টাকার ইউপি ভবন অকার্যকর অবস্থায় পড়ে থাকে দীর্ঘ কয়েক বছর। ময়লা আবর্জনার ভাগাড় ও গোশালয়ে পরিনত হয় ইউপি ভবন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ছিলো দীর্ঘদিনের। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক তার নির্বাচনী ইশতেহারে ঘোষনা দিয়েছিলেন ইউপি’র সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদেই হবে। কথা রেখেছেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পরই পরিত্যক্ত ভবন সংস্কারের উদ্যোগ নেন এই মানবিক চেয়ারম্যান। দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে পরিপাটি করে তোলেন। এ বিষয়ে মানবিক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, নির্বাচনের সময় কথা দিয়েছিলাম মেরুরচর ইউনিয়নের সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পরিচালিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে পরিষদে বসার পরিবেশ তৈরি করেছি। মেরুরচর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন বিনির্মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। বর্তমানে টক অফ দ্য টাউনে নতুন সাঁঝে এই পরিষদ। সব মিলিয়ে নতুন আমেজের সূচনা হয়েছে মেরুরচর ইউনিয়ন পরিষদে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.