চাকরিচ্যূত করায় এইচ আর কর্মকর্তাকে খুন

২৭

মোঃ সাইফুল ইাসলাম

অনিয়ম আর বিশৃঙ্খলা করার দায়ে চাকরিচ্যূত করায় এইচ আর কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
খায়রুল বাশার সুমন কাজ করেন কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে একটি চায়না কোম্পানির এইচ আর হিসাবে।
কোম্পানির কর্মচারীদের মধ্যে অনিয়ম আর কাজের মধ্যে বহু গড়মিল ধরা পড়ে এইচ আর কর্মকর্তা খায়রুল বাশার সুমনের কাছে।
অনিয়মকারীদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করে।
পরবর্তীতে এইচ আর সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরিচ্যূতের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতো ৩০/০৪/২০২১ তারিখ বিকালে নিজ কর্মস্হল শেষে বাসায় ফেরার পথে কুমিল্লা ইপিজেড গেট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার শপের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরনে হাসপাতালে নেওয়ার পূর্বেই মারা যান এইচ আর কর্মকর্তা খায়রুল বাশার সুমন।
খায়রুল বাশার সুমনের চাচাতো ভাই আলামিন জানিয়েছেন সুমনের সাথে কারো কোনো শত্রুতা নাই।
নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লার দক্ষিন সদর উপজেলার গালিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে।
সে ২০০১ সালে এসএসসি ব্যাচের ছাত্র ছিলো।
নিহত খায়রুল বাশার সুমনের স্ত্রী ৭ মাসের অন্তস্বত্ত্বা।
খায়রুল বাশার সুমনের নিহতের খবর শুনে তাঁর স্ত্রী পাগলপ্রায়।
দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের এহেন জগন্য কাজে তাঁর অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আজ পিতৃহারা।
নিহত খায়রুল বাশার সুমনের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও তাঁর ২০০১ ব্যাচের সহপাঠী বন্ধুরা তাঁর মৃত্যুতে হতবাক।
দ্রুত হত্যাকারীদের গ্রেফতার আর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন সবাই।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.