চলমান লকডাউনে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ

৩৩

ফারুক হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশের সব জেলার মতো কুড়িগ্রাম জেলায়ও ৭ দিনের লকডাউনের প্রথম দিন আজ।আমি আজ বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পাই খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।তাদের মুখে একটাই কথা ” হামরা কেমন করি চলমো বাহে লকডাউনত বসি বসি খাওয়া নাগে, কি করি খাই।এদিকে বাজার গুলোতে দেখা যায় জিনিসপত্রের দাম উর্দ্ধগতি।প্রতিটি সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা।

আমরা একজন দিনমজুর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি”আগে হামরা দিনে কাম করি সংসার চালাতং”লকডাউন হামাক শেষ কচ্ছে( মো: নুরহোসেন)।তার কথাশুনে বুঝা যায় তিনি এখন সংসার চালাতে পারছে না এই লকডাউনে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.