চরফ্যাসনে ৩০০ মরা মুরগী ড্রেসিং করার সময় একজন আটক ও জরিমানা

৩৬

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে ৩০০ মরা মুরগীসহ একজনকে আটক ও পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে ।

বাজরের স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকমুখে জানা যায়, শনিবার রাত প্রায় ৮টায় চরফ্যাসনে বস্তায় ভরে মরা মুরগী বাজারে বিক্রি করার উদ্দেশ্যে মুরগী পট্টিতে জনৈক মিরাজের দোকানে ড্রেসিং করতে আনার পর গোপন সংবাদের ভিত্তিতে পৌর মেয়র এসএম মোরশেদ ও পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু’র নেতৃত্বে বস্তায় ভরা মরা মুরগীসহ রাসেল(২৫) নামের ফার্মের একজন কর্মচারী কাম পরিবহনকারী কে আটক করে।

আটক রাসেল উপজেলার আবুবকরপুর গ্রামের মৃত আবদুস শহিদ দালালের ছেলে। সে পেশায় মুরগী ব্যবসায়ী। রাসেল জানায়, মুরগীসহ তার মালিক শাহে আলম ড্রেসিং করার জন্য এসেছিলো। তবে ড্রেসিং ব্যবসায়ী মিরাজ পলাতক রয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মরা মুরগী ব্যবসায়ী রাসেলের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.