ঘূর্ণিঝড়” ইয়াশ”মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৮৩

মোঃআল-আমিন দৈনিক,পটুয়াখালী,সদর উপজেলা প্রতিনিধি:

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। তৎপ্রেক্ষিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় আজ পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধিগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮০৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে । দুর্যোগকালীন ও পরবর্তী সময়ের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানি, স্যালাইন, ওষুধ ও গো খাদ্য মজুদ রাখা হয়েছে।

৯৩ টি মেডিকেল টিমসহ নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসার, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক দল ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সার্বিক সমন্বয়ের জন্য ইতোমধ্যে জেলা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষটি ২৪ ঘন্টা খোলা থাকবে।
নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার:
০৪৪১-৬২৩৯৪
০১৭২৮-৪৬৭৬২৭

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.