ঘুর্ণিঝড় ” ইয়াসে ” ভালো নেই চরফ্যাসনের চরাঞ্চল এর মানুষ

২২৪

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন ভোলা): ভোলার চরফ্যাসনে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের কোলঘেঁষে থাকা চর কুকরি-মুকরি,ঢালচর,পাতিলা,মুজিব নগর সহ হাজারীগঞ্জ, নুরাবাদ,নীলকমল,মানিকা, জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন চরের কয়েক হাজার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব চরে প্রায় ৫ শতাধিক বসত ঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়। এছাড়াও জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফসলাধি,মারা গেছে গৃহপালিত হাস-মুরগী, গবাদী পশু।

মোটকথা চরের মানুষ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়ে ভালো নেই।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ইয়াস এর প্রভাবে তীব্র বাতাস ও জোয়ারের পানিতে ঘরবাড়ি, জমি ফসলাধি তলিয়ে যাওয়ায় এলোমেলো চরবাসীর পাশে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে পেয়েও এসব চরবাসীর দুঃখ লাঘব হওয়ার নয়।

ঢালচর ইউপি চেয়ারম্যান ছালাম হাওলাদার জানান, ঢালচরে ঘুর্ণিঝড় ইয়াসে প্রায় ৪০টি ঘর বিধ্বস্ত হয়েছে। জোয়ারে পানিবন্দি রয়েছে দুই শতাধিক পরিবার, তিনি আরো জানান, স্থানীয় এম,পি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পাঠানো আর্থিক সহায়তা শতাধিক মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে এবং শুকনো খাবার ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ অব্যাহত রয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.